চাঁদপুর প্রতিনিধি ।। ঈদ সন্নিকটে আসলেই শহরের যানজট তীব্র হয়ে ওঠে। এ যানজটের কারনে স্থবির হয়ে পরে যানবাহন। বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ওচ শহরতলীর মানুষ শহরের মার্কেটিংসহ বিভিন্ন কাজে ছুটে আসেন।
এসময়টিতে যানজট নিরসনে বেগ পেতে হয় ট্রাফিক সদস্যদের। ট্রাফিক বিভাগে পর্যাপ্ত সংখ্যক জনবল না থাকায় যানজদট নিয়ন্ত্রণ দিন দিন কঠিন হয়ে ওঠছে। ঈদের এ সময়টিতে ট্রাফিক বিভাগকে সহযোগিতায় বিগত কয়েক বছর ধরে স্কাউট সদস্যরা ট্রাফিকিং কাজে সহযোগতা করে আসছে। স্কাউট সদস্যরা আজ থেকে ঈদ শেষে কয়েকদিন পর্যন্ত এ দায়িত্ব পাল করে থাকবে।
শহরের কালিবাড়ি মোড়, শপথ চত্তর সোগ, পালবাজার এলাকা, ছায়াবানী ও চিত্রলেখা মোড়ে স্কাউট সদস্যতের দায়িত্ব পালন করতে দেখা গেছে। হিলশা সিটি ওপেন স্কাউট গ্রুপ এর ২০ সদস্য দুই সিফটে যানটন নিয়ন্ত্রণে কাজ করছে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কাউটিয় করে আসছে।
এ বিষয়ে হিলশা সিটি ওপেন স্কাউট গ্রুপ এর স্কাউট লিডার ইয়াসিন বলেন, আমরা কয়েক বছর ধরে ঈদ কাছাকাছি আসলেই ট্রাফিকিং কাজে রাস্তায় নেমে আসি। দুই শিফটে ২০ জন স্কাউট সদস্য আমরা কাজটি করছি। পৌরসভা ও প্রশাসনকে সহযোগিতা করার জন্য ও জনগণের সেবার মানসিকতায় আমরা এ তীব্র তাপদাহের মধ্যে কাজটি করছি।
ট্রাফিক সদস্য রফিকুল ইসলাম বলেন, ঈদ সামনে তাই রাস্তায় যানবাহন ও মানুষও বেশী। তাই আমারদর কিছু বেগ পেতে হচ্ছে তবে আমরা বসে নেই ক্জটি করে যাচ্ছি। ঈদ আসলে স্কাউট সদস্যরা আসাদের সহযোগিতার জন্য রাস্তায় আসে। এটা তাদের ভাল উদ্যোগ।
দায়িত্ব পালনরত স্কাউট সদস্যরারহলেন: সকালের সিফট এ লিডার ইয়াসিন, সদস্য বিজয়, সাকিব, নাইম, জুবায়ের, অয়ন, মাহিদুল, সাকিব আল হাসান, বিজয়, ফাহাদ, অনিক। বিকালের সিফটে লিডার রাহাত, সুফিয়ান, ইয়াছিন, মাহিদুল, অয়ন, বিজয়, সাকিব।
Leave a Reply