চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে দুই হাজার এতিম, দুস্থ ও তৃতীয় লিঙ্গের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ৩০ এপ্রিল পুলিশ লাইনের ড্রীলশেডে চাঁদপুরের বিভিন্ন এলাকার দুঃস্থদের মাঝে এ ঈদ উপহার ও খাদ্য সামগ্রী তুলে দেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
এ সময় তিনি বলেন, ঈদ সকলের জন্য আনন্দের। ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেওয়াটা সৌভাগ্যের।
তিনি আরও বলেন, জেলা পুলিশ চাঁদপুর এই মানবিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে । চাঁদপুর জেলার সকল উপজেলাগুলোতেও এ ঈদ উপহার বিতরণ করা হচ্ছে বলেও তিনি জানান।
চাঁদপুর সদর মডেল থানার অসি তদন্ত সুজন কান্তি বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত
পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন পিপিএম, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশিদ, চাঁদপুর
প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন পাটওয়ারী, সময় টিভির
জেলা প্রতিনিধি মোঃ ফারুক আহমেদ।
এ সময় অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণও উপস্থিত
ছিলেন।
Leave a Reply