সিরাজগঞ্জ ।। ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (০১ মে) বিকালে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণে সভাপতিত্ব করেন পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। আলোচনা সভায় পুলিশ সুপার বলেন,ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সবাই মিলে ঈদ আনন্দে সামান্য এ উপহার। সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না। তারা প্রায় দিনরাত সংবাদ সংগ্রহে ব্যস্ত থাকেন। পুলিশ ও সাংবাদিকদের দায়িত্ব পালনে কোনো অংশে কম নয়। সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে জেলা পুলিশের সুসম্পর্ক রয়েছে। এ সম্পর্কের অংশ হিসেবে হৃদয়ের টানে জেলা পুলিশের পক্ষ থেকে সামান্য উপহার বিতরণ করা হ’ল। পরিশেষে তিনি আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও প্রবীণ সাংবাদিকেরা বক্তব্য রাখেন এবং জেলা পুলিশের ঈদ উপহার পেয়ে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ নূর আলম সিদ্দিকী সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply