ব্রেকিং রিপোর্ট ডেস্ক ।। ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। দীর্ঘ দুই বছর পর খোলা মাঠে জামাত অনুষ্ঠিত হওয়ায় ঈদের পরিপূর্ণতা ফুটে ওঠে ঈদগাঁ মাঠগুলোতে। নামাজ শেষে ধনী গরীব, ছোট বড় সকল বয়ষের মানুষ একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
এবছর দেশের সর্ববৃহত ঈদ জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে ব্যাপক প্রচারণা থাকায় স্বতস্ফূর্তভাবে লোকজন এখানে ঈদের নামাজ আদায়ে দলে দলে সমবেত হন। ঈদ জামাতে ছয় লাখ মুসল্লির অংশ গ্রহণে অনুষ্ঠিত হলো দেশের এ সর্ববৃহত ঈদ জামাত।
এছাড়ার কিশোরগঞ্জের শোলাকিয়ায় ৬ এক জমির উপর প্রতিষ্ঠিত ময়দানে কয়েক রাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করে।
মঙ্গলবার (৩ মে) সকাল ৯টায় অনুষ্ঠিত এ জামাতে প্রায় ছয় লাখ মুসল্লি অংশ নেয় বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। জামাতে ইমামতি করেন দিনাজপুরের জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম শামসুল হক কাসেমি।
বৃহৎ এ ঈদ জামাতগুোকে ঘিরে ঈদগাহ মাঠ জুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ছিল কঠোর গোয়েন্দা নজরদারি। মাঠের আশপাশে র্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও ছিলেন তৎপর।
Leave a Reply