চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুরে গুয়াখোলা ক্রীড়া চক্রের ঈদ পূর্ণমিলনী ও কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ মে শুক্রবার সন্ধ্যায় ক্রীড়া চক্রের নিজস্ব মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান শাহীন। তিনি তার বক্তব্যে বলেন,
বলার মতো অনেক কিছু আছে। আমি নিজে এ গুয়াখোলা ক্লাবের সৃর্ষ্টি। সকলের সহযোগিতা নিয়ে আমরা ক্রীড়া চক্রটিকে একটি সামজিক সাস্কৃতিক সংগঠনে রুপান্তরিত করেছি। আমি গুয়াখোলা ক্রীড়া;চক্রের সভাপতি হওয়ার কারনে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক হই। ফুটবল ফেডারেশনের নির্বাচিত সদস্য হতে পেরেছি। ঢাকা মোহামেডান ক্লাব ওয়ার্ডার ক্লাবের সহ সভাপতি হিসেবে দায়িত্বরত আছি। আমাদের প্রজন্ম যেন দিকভ্রষ্ট না হয় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। এক্লাবের উদ্দেশ্য হলো সকল মিলে মিশে থাকবো একে অপরের বিপদে এগিয়ে আসবো। আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে কিন্তু এলাকার স্বার্থে সকলে এক ও অভিন্ন থাকতে হবে।
তিনি আরও বলেন, এলাকায় বসবাসরত সকলে আমাদের সন্তান, আমাদের কথা শুনবে না তা হতে পারে না। আমাদের এলাকার মা বোনরা সম্মান নিয়ে চলবে সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। আগামী দুই মাসের মধ্যে ক্লাবের ওয়েব সাইট করবো। নষ্ট হওয়া সিসি ক্যামেরাগুলো মেরামত করা হবে। আমরা কোথাও অর্থের জন্য আটকাইনি। কারন সকলের সহযোগিতা নিয়ে কাজ করে থাকি। আমাদের মহল্লার সমস্যা আমরাই সমাধান করবো। আমরা কোন বিষয়ে বাইরের কাইকে না গলাতে দিব না। যারা মহল্লায় আড্ডা দেয় তাদের বিষয়ে অবিভাবকরা বিশেষ খেয়াল রাখবেন।
শাহাজালাল টুংকু পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সবেবরাত।
এছাড়াও বক্তব্য রাখেন এলাকার বাসিন্দা পৌরসভার সাবেক কাউন্সিলর আলী আহমেদ, সোহেন গাজী, রোটারিয়ান জামাল হোসেন, রোটারিয়ান শাহিদুল হক মোরশেদ, অধ্যাপক আবু. জিকু, ওসমান গণি জনি, জাহাঙ্গীর প্রধানীয়া, জিয়া প্রধানীয়া, প্রিন্স মুজিবুল হক সবুজ প্রমূখ।
সভায় ক্লাবের সদস্য ছাড়াও এলাকার বিভিন্ন বাড়ি মালিক ও ভাড়াটিয়াগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply