চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় রুপা বেগম (২৮) নামে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী নাছির দেওয়ান পলাতক রয়েছেন।
৯ মে সোমবার দুপুরে ওই এলাকার দনপর্দ্দি গ্রামের মজিদ প্রধানীয়া বাড়ির দ্বিতলা বিল্ডিং এর নীচতলা থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। নিহত রুপা বেগম একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাংলাবাজার এলাকার প্রধানিয়া বাড়ীর নাছির দেওয়ানের স্ত্রী। তার দুই পুত্র সন্তান রয়েছে। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নাছির দেওয়ান পলাতক রয়েছেন। রুপা বেগম এর পিতার বাড়ী সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে।
স্থানীয় বাসিন্দা লিটন জানান,নাছির দেওয়ান স্ত্রী সন্তান নিয়ে মজিদ প্রধানিয়ার বাড়ীতে ভাড়া থাকেন। পেশায় রং মিস্ত্রি। রবিবার দিনগত রাতের কোন এক সময় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কি কারণে এই ঘটনা কেউই এই মুহুর্তে বলতে পারছে না।
Leave a Reply