চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুর লঞ্চ টার্মিনালে মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে ৯ কেজি গাঁজাসহ মোঃ ইয়াছিন (৩৭) ও আছমা বেগম (৩০) নামে দুইজনকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।
মঙ্গলবার ১০ মে দুপুরে লঞ্চ টার্মিনালের ২নং পল্টুন থেকে কৃমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পূর্বপাড়া গোমার বাড়ী এলাকার মোঃ ইয়াছিন (৩৭) ও আছমা বেগম (৩০) কে ৯ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ।
নৌ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোঃ বেল্লাল হোসেন ও সংঙ্গীয় ফোর্স এ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন, দুপুরে দুই জনকে টার্মিনালে বেশ কিছু ক্ষণ ঘুড়াঘুড়ি করতে দেখে সন্দেহ হলে তাদের ট্রলি ব্যাগ তল্লাশি করে ৯ কেজি গাঁজা পাওয়া যায়। আটকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে
Leave a Reply