ঢাকা ।। ঢাকা ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের আশিংক কমিটি অনুমোদ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ। তামামা জেসমিন রিভ কে সভাপতি ও রাজিয়া সুলতানা কে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য এ আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
১৩ মে ২০২২ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে কমিটি অনুমোদ দেয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন: সভাপতি তামামা জেসমিন রিভ, সহ-সভাপতিঃ সােনালী আক্তার, শিরিন সুমি, জেবুন্নাহার শিলা, মাঃ জ্যনউর্মি, সাদিয়া জাহান সাথী, কল্পনা বেগম, উম্মে রুম্মান রুমি, নাহিদা চৌধুরীর রাকা, জিনাত জাহান লিমা, বিজলি আক্তার, তানজিলা আক্তার, সুমা মল্লিক পপি, উদিতা আক্তার, আফরােজা আক্তার রশ্মি, কেয়া আক্তার লুনা, মীম ইসলাম, মনিকা তনচংগ্যা মিমি, রােকসানা আক্তার, মায়েদা বেগম মায়া, জামাতুল ফেরদৌস, সানজিদা পারভীন চৌধুরী, শেখ সানজিদা, মিলিআক্তার, সুমনা মিম, ফেরদৌসি আশরাফ লুবনা, শিরিনা আক্তার, তানজিলা মনি পশ, সুস্মিতা বাড়ৈ, রুনা আক্তার সুপ্তি ও পুনম রহমান বৃষ্টি।
সাধারন সম্পাদক রাজিয়া সুলতানা, যুগ্ম-সাধারনসম্পাদক শাহানা রহমান, শুতু আক্তার, ফাতিমা ব্যানমবিত্তি, রূপা দত্ত ও মালি হায়াত।
সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার জ্যোতি, নুরজাহান খানম, সামিয়া আক্তার বৈশাখী, আর্নিকা তাবাছছুম স্বর্ণা, সুস্মিতা পান্ডে, ফারজানা ইয়াছমিন নিলা ও সুরাইয়া ইগনাম তাসা।
সদস্য ইফরাত জাহান ইতি, পাপিয়া রয়
তামায়র সােমা ও সাবিকুন্নাহ তামান্না।
Leave a Reply