চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুর লঞ্চ টার্মিনালে মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে ১৩ বোতল ফেনসিডিলসহ মোঃ শফিকুর রহমান (৩০) নামে এক জনকে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।
শুক্রবার ১৩ মে রাতে লঞ্চ টার্মিনাল থেকে কৃমিল্লা জেলার লাকসাম উপজেলার তেলিপাড়া এলাকার মোঃ শফিকুর রহমান (৩০) কে ১৩ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ।
নৌ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোঃ রেদওয়ান আহমেদ ও সংঙ্গীয় ফোর্স এ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন, আটক ব্যাক্তিকে টার্মিনালে বেশ কিছু ক্ষণ ঘুড়াঘুড়ি করতে দেখে সন্দেহ হলে তল্লাশিকালে একটি স্কুলব্যাগে ফেন্সিডিল পাওয়া যায়। আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে
Leave a Reply