চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ইতিহাসে এই প্রথম ভোটের মাধ্যমে কার্যকরী পরিষদের নির্বাচন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাথারণ সম্পাদক প্রার্থি গোলাম মোস্তফা বাবুর পুরো প্যানেল জয়ী হয়েছে।
১৬ মে সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়ানে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৫ টায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা ও চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ।
এসময় রির্টানিং কর্মকর্তা রজত শুভ্র সরকার ও সহকারী প্রিজাইডিং অফিসার মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা বাবু ৪৭ ভোট ও শফিউল আজম রাজন ৯ ভোট পেয়েছেন।
এছাড়াও বিভিন্ন পদে মোহাম্মদ আলী জিন্নাহ ৫৪, আবু পাটওয়ারী ৫৩, ওমর পটিওয়ারী ৫৫, মােঃ জিল্লুর রহমান ৫৩, তমাল কুমার ঘােষ ৫৪, ফেরদাউস মাের্শেদ আহমেদ ৫৫, মনােয়ার হােসেন চৌধুরী ৫৩, মােঃ মিজানুর রহমান খান ৫৩, আবদুল মােতালেব শেখ ৫৩, শরীফ মােঃ আশ্রাফুল হক ৫৪, মােঃ সাহির হােসেন পাটওয়ারী ৫২,সুভাষ চন্দ্র রায় ৫৩, সেলিম আকবর ৫৩ ও মােঃ হেলাল হােসেন ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
Leave a Reply