চাঁদপুর প্রতিনিধি ।। ৬৭ বছর বয়সে বিয়ের পিড়িতে বসলেন চাঁদপুর কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক কমিশনার ফনিভূষণ মজুমদার তাপু। সোমবার রাতে উপজেলার সাচার শ্রী শ্রী জগন্নাথ ধাম মন্দিরে কুমিল্লা শহরের অধিবাসী শিউলি রানী কে বিয়ে করেন। আনুষ্ঠানিকভাবে বিয়েতে ৪০ বছরের কণের পরিবারের লোকজনের সাথে বর তাপুর ছেলে সন্তান ও নাতি-নাতনি নিয়ে সাত পাকে ঘুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শেষ বয়সের বিয়ে নিয়ে এলাকাবাসীর মাঝে কৌতুহলের শেষ ছিলনা। ফেসবুকে রসালো ছবি ভাইরাল হয়েছে।
জানা যায়, ফনিভূষণ মজুমদার তাপু দুই ছেলে এক কন্যা সন্তানের জনক। গত বছর করোনায় তাঁর স্ত্রী আলো রানী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রীর মৃত্যুর দেড় বছর পর ছেলে-মেয়ে ও নাতি-নাতনিদের আবদার রাখতে নতুন করে বিয়ের পিড়িতে বসলের ফনি ভূষণ মজুমদার তাপু।
কচুয়া পৌরসভার কড়ইয়া গ্রাম থেকে গাড়ি বহর নিয়ে উপজেলার সাচার জগন্নাথ ধাম মন্দিরে দু’জনে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও আত্মীয় স্বজনরা বিয়েতে অংশ গ্রহণ করেন।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনে নিয়ে বাড়ি ফিরেন ফনি ভূষণ মজুমদার তাপু। বৃদ্ধ বয়সে মাঝারি বয়সের কনেকে বিয়ে করে নিয়ে আসলে নব বধুকে এক নজর দেখতে এলাকার শত শত নারী পুরুষ ভিড় জমায়।
Leave a Reply