হোসেন গাজী, হাইমচর ।। চাঁদপুরের হাইমচর উপজেলায় অনলাইন গেমস পাবজি, ফ্রি ফায়ারে আসক্ত হয়ে অষ্টম শ্রেণির ছাত্র জনি গাজী (১৫) আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৯ মে) ভোরে হাইমচরের চরভৈরবী ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের একটি বাগানে গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করে। মৃত জনি গাজী গ্রামের দেলোয়ার গাজীর ছেলে।
এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, হাইমচর চরভৈরবী ইউনিয়নের দক্ষিণ পাড়ার গুলা গ্রামের দেলোয়ার গাজীর মেজো ছেলে জনি গাজি ভোরে ফজরের নামাজ পড়তে স্থানীয় মসজিদে যান। নামাজ শেষে বাড়িতে এসে কিছুক্ষণ পরই ঘর থেকে চলে যায়। এক থেকে দেড় ঘণ্টা পর পার্শ্ববর্তী বাড়ির এক মহিলা ডাক-চিৎকার শুনে বাগানে গিয়ে দেখেন কিশোর জনি গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে গাছের সঙ্গে ঝুলে আছেন। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে এসে মৃত কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে প্রেরণ করেন।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে বাবা- মা’র শাসনের ফলে রাগান্বিত হয়ে ছেলেটি আত্মহত্যা করে।
Leave a Reply