চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুরের মতলব দক্ষিণে বিচারপতি পরিচয় দিয়ে পুলিশ প্রটোকল নিতে গিয়ে পুলিশের হাতে ধরা পরলেন এক ভূয়া বিচপতি ।
শুক্রবার (১৯ মে) দুপুরে বিপ্লব প্রধান (৪০) নামে ভূয়া এক বিচারপতিকে আটক করে পুলিশ। আটক যু্বক মকলব পৌরসভার উত্তর দিঘলদী গ্রামের মৃত মাহবুব প্রধানের ছেলে। পেশায় ইন্জিনিয়ার ওয়ার্কসপ ব্যবসায়ী।
পুলিশ সূত্রে জানা গেছে, নিজেকে উচ্চ আদালতের একজন বিচারপতি পরিচয় দিয়ে ঢাকা থেকে একটি গাড়ি ভাড়া নিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় রওনা দেন মো. বিপ্লব প্রধান (৪০)। পথে বিভিন্ন জায়গায় বিচারপতির প্রটোকল ও সুবিধাও নেন। কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছালে সেখানকার ট্রাফিক পুলিশের কাছেও নিজেকে বিচারপতি হিসেবে পরিচয় দেন।
Leave a Reply