চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের জরুরী সভা ও শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে মিছিল করেছে। শনিবার ১১ জুন বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ আইন বিষয়ক সম্পাদক এড. জিসান মাহমুদ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্যানেল মেয়র এডভোকেট হেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদাউস মোরশেদ জুয়েলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এডভোকেট হাবিবুর রহমান লিটু, আতাউর রহমান পাটওয়ারী , মাইন উদ্দিন আরিফ সুমন, ফারুক হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, মাসুদুর রহমান পরান, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর পিন্টু সাহা, উপ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সফিক গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক মারুফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমাম, শিহাব, কার্তিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওসমান, সদস্য রুবেল , শ্রি গুরু, আবু সায়েম, মতলব দক্ষিনের নেতা মহসিন, মতলব মতলব উত্তরের নেতা টুটুল, পৌর কাউন্সিলর মঈন,
মোহনপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের পক্ষে ওচমানসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের কর্মসূচি পালন করতে হবে। উপজেলা কমিটিগুলোতে যেন সাবেক ছাত্রনেতা কর্মীরা স্থান পায় সেদিকে খেয়াল রাখবেন। আওয়ামী লীগ পরিবারে বাইরে যেন কোন নেতা বানা ন্ না হয়।
সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে শহরে মিছিল করে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
Leave a Reply